৩৩ দিনে ক্ষতি ৭৫ হাজার কোটি: এফবিসিসিআই সভাপতি

SHARE

fbcc11এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেছেন, চলমান অবরোধ, হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় ৩৩ দিনে দেশের বিভিন্ন খাতে ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে সারা দেশে জাতীয় পতাকা হাতে ১৫ মিনিট অবস্থান কর্মসূচি পালনকালে রোববার দুপুর ১২টায় তিনি এ কথা বলেন।

রোববার দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত যার যার ব্যবসাপ্রতিষ্ঠান, সংগঠন, চেম্বার/অ্যাসোসিয়েশনের সামনে দাঁড়িয়ে এই অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

রাজধানীতে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় নেতারা অবস্থান করছেন। ব্যবসায়ীদের পক্ষে এফবিসিসিআইয়ের সভাপতি লিখিত স্মারকলিপি পাঠ করেন।

পরে এফবিসিসিআইয়ের সভাপতির নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধিদল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেয়।

সারা দেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনের সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়।