সৌদি উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ

SHARE

ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের সৌদি উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার শুকাইক উপকূলে মাল্টার পতাকাবাহী ও গ্রিস পরিচালিত এমটি আগ্রারিতে এ বিস্ফোরণ হয়

এমটি আগ্রারির অপারেটরের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্যাঙ্কারটি অজ্ঞাতদের দ্বারা হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিশ্চিত হওয়া গেছে ক্রুরা নিরাপদ আছে এবং কেউ আহত হয়নি।

কোম্পানিটি আরও জানিয়েছে, ট্যাঙ্কারটি উপকূলে ভাসছিল এবং তাতে অনেক সৌদি কর্মকর্তা অবস্থান নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে বিস্ফোরণের কথা স্বীকার করা হয়নি।

সোমবার জেদ্দাহতে সৌদি আরবের একটি তেলের স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার পর এ বিস্ফোরণ ঘটল।