‘প্রবৃদ্ধি বাড়াতে টেলিকম সেক্টর পরোক্ষভাবে কাজ করে’

SHARE

দেশের প্রবৃদ্ধি বাড়াতে টেলিকম সেক্টর পরোক্ষভাবে কাজ করে উল্লেখ করে জিডিপিতে প্রবৃদ্ধি ধরে রাখতে সব টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

শনিবার (২১শে নভেম্বর) বিকেলে সিটিও ফোরাম ও এমটব আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে টেলিকমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান তিনি।

করোনাকালীন সময়ে টেলিকম সেবার মাধ্যমেই দেশের মানুষ সাধারণ জীবন যাপন চালিয়ে যেতে পেরেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

ডিজিটাল বিশ্বে বাংলাদেশের অগ্রযাত্রা উল্লেখ করে মন্ত্রী বলেন সারাদেশে শতভাগ ফোর জি সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও ফাইভ জির যুগে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

কৃষিক্ষেত্রে ফাইভ জি প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বিপ্লবে কৃষিও এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন মন্ত্রী।