নর্থহ্যাম্পশায়ারে ফের নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি. খান

SHARE

যুক্তরাষ্ট্রের নর্থহ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভ পদে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান আবুল বি. খান।

মার্কিন নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টই নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে একই সঙ্গে ভোট হবে কংগ্রেস সদস্যসহ অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদ। সেখানে বাংলাদেশি চার প্রতিনিধিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বাংলাদেশি-আমেরিকান আবুল বি. খান জয়লাভ করেছেন।

এর আগে আটলান্টিক মহাসাগরের তীরের নর্থ হ্যাম্পশায়ারে সিব্রুক সিটির সিলেক্টম্যান (মেয়র) হিসেবেও তিনি ১২ বছর ধরে দায়িত্ব পালন করছেন আবুল বি. খান। যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সিব্রুক শহর সুপরিচিত।

আবুল বি খানের জন্ম বাংলাদেশের পিরোজপুরের ভান্ডারিয়ায়। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।