বাংলাদেশ-ভারতের পারস্পারিক সহযোগিতা অব্যাহত রয়েছে: আইনমন্ত্রী

SHARE

দেশের বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা দেবে ভারত, একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, করোনাকালে ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের বিচার বিভাগের ভূমিকা প্রশংসনীয়।

সকালে গুলশানে আইনমন্ত্রীর বাসায় তার সঙ্গে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টার একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত আইনের শাসন প্রতিষ্ঠায় একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে।

আইনমন্ত্রী আরও বলেন,’ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামোটা প্রায় একই। এই দুই দেশের বিচাররিক আদালত এবং উচ্চ আদালতের বিজ্ঞ বিচারক এবং বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর প্রশিক্ষণের জন্য যে ইন্সটিটিউনগুলি আছে সেগুলি কাজ করবে সে সব বিষয়ে আমরা আলাপ আলোচনা করবো।’

এ সময় দোরাইস্বামী বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন,’করোনাকালে ন্যায় বিচার নিশ্চিত করতে বাংলাদেশের আদালতের ভূমিকা প্রশংসনীয় এবং অনুকরণীয়। বাংলাদেশ ও ভারত সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের দক্ষতা বৃদ্ধিতে দুই দেশ এক যোগে কাজ করবে।’