২০১৬ সালের মধ্যে ফোরজি: জয়

SHARE

joy5প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, ২০১৬ সালের মধ্যেই বাংলাদেশের মানুষ চতুর্থ প্রজন্মের প্রযুক্তি (ফোরজি) সেবা পাবেন। ওই বছরের শুরুতেই ফোরজি তরঙ্গের নিলাম হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে ইনফো সরকার ফেস-টু প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সজীব ওয়াজেদ জয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘সরকার দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের যে ট্যাব বিতরণ করা হয়েছে, তা দিয়ে জনগণকে সেবা প্রদান করবেন। আপনাদের সবার সহযোগিতায় গড়ে তুলব ডিজিটাল বাংলাদেশ।’
তিনি বলেন, ‘বিটিআরসির সহযোগিতায় সারা দেশে ইন্টারনেট সেবা কম খরচে পৌঁছে দেয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে ইন্টারনেট নিউট্রালিটি পলিসিও হাতে নেয়া হয়েছে। এ বছরের মধ্যেই সারা দেশে থ্রিজি সেবা জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।’
প্রধানমন্ত্রীপুত্র জয় আরো বলেন, ‘২০১৬ সালের শুরুতে ফোরজি সিগনালের নিলাম হবে। ওই বছরের মধ্যেই দেশের নাগরিকরা ফোরজি সুবিধা পাবেন।’
ট্যাব বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতিত্ব করেন। এসময় আরো ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, ডাক ও টেলি যোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর কর্মকার।