এল ক্লাসিকো দেখা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে

SHARE

ফুটবল ভক্তদের জন্য সুখবর, শনিবারের এল ক্লাসিকো দেখার জন্য ফেইসবুকের লাইভ স্ট্রিমিং খুঁজতে হবে না। অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের মাধ্যমেই সরাসরি উপভোগ করা যাবে রিয়াল-বার্সা ম্যাচ।

স্প্যানিশ লিগের টেলিভিশন সম্প্রচার বন্ধ হওয়ার পর ভক্তদের একমাত্র ভরসা ছিল ফেসবুক লাইভ। তবে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে মোবাইল অ্যাপলিকেশনের মাধ্যমেই দেখা যাবে ম্যাচ। তাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপে, ‘লা লিগা ইস্পেসে’ই প্রচার করা হব খেলা।

লিগ কর্তৃপক্ষ এই খুশির খবর জানিয়েছেন এল ক্লাসিকোর ঠিক আগে। শুধু সরাসরি ম্যাচ উপভোগই নয়, প্রাসঙ্গিক পরিসংখ্যান, সাম্প্রতিক নানা ঘটনা এবং শেষ মুহূর্তের অনেক তথ্যই পাওয়া যাবে এই অ্যাপে।