বগুড়ায় পেট্রলবোমায় চালক নিহত

SHARE

bogra mapবগুড়ায় পেট্রলবোমায় শহীদুল ইসলাম (৩৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। পানবোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালালে এ ঘটনা ঘটে।

এতে একজন নিহত ও আহত হয়েছেন দুজন। দগ্ধ চালক ও হেলপারকে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর তেলিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল সরকার (৪০) বগুড়ার শিবগঞ্জ থানার বনতেঘড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে।
এদিকে এ ঘটনার পর যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে দুর্বৃত্তরা একটি পানবোঝাই ট্রাকে পেট্রোবোমা নিক্ষেপ করলে ট্রাকটিতে আগুন ধরে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাসকে ধাক্কা দিলে পাশে থাকা আরো তিনটি বাসে আগুন ধরে যায়।
এ সময় পানবোঝাই ওই ট্রাকে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী মারা যান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ ট্রাক চালক মামুন (৪৬) ও হেলপার ইমরানকে (৪০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, এ ঘটনার পরপরই যৌথ বাহিনী শহরে অভিযান শুরু করে। অভিযানে এ পর্যন্ত ছাত্রশিবির সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে।