১০৪ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই

SHARE

সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ না করে ১০৪ জনকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যাওয়ায় তাদের প্রবেশ করতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় রবিবার (১১ অক্টোবর) রাতে প্রত্যেককে যাত্রীকে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের জন্য ফ্লাই দুবাইকে নির্দেশ দিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

জানা গেছে, ৯ অক্টোবর ফ্লাই দুবাইয়ের দুটি ফ্লাইটযোগে ঢাকা থেকে যাত্রা করে ৫১ জন এবং চট্টগ্রাম থেকে যাত্রা করে ৫৩ জন। ১১ অক্টোবর দুবাই বিমানবন্দর থেকে তাদের আবারও বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই যাত্রীরা দুবাই থেকে সড়কপথে আল আইন ও আবুধাবি যেতে ইচ্ছুক ছিলেন। ঢাকায় ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দরের ম্যাজেস্ট্রেট কোর্টের অনুসন্ধানে ধরা পড়ে যে, তাদের ফেরত আসার জন্য ফ্লাই দুবাইয়ের গাফিলতিই দায়ী। তারা সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি অনুসরণ করে থাকলে যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে বোর্ডিং করা যেতো না।

বিমানবন্দর সূত্র জানায়, ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শুনানির পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষকে ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকেটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচ বাবদ আরও ৩৫০০ টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়। এয়ারলাইন্সটি এই আদেশ অনুসরণের লিখিত অঙ্গীকার করেছে।