নিষিদ্ধ নয়, ভারতে আইনি বৈধতা পাক গাঁজা, দাবি রণবীরের

SHARE

​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউড জুড়ে জোর শোরগোল শুরু হয়েছে। সুশান্তের মৃত্যুর পর বি টাউনের একাংশের সঙ্গে মাদক যোগ রয়েছে বলেও সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযোগ উঠে আসতে শুরু করেছে। বলিউডের একাংশের তারকাদের সঙ্গে মাদক যোগ নিয়ে যখন বিভিন্ন অভিযোগ উঠছে, সেই সময় গাঁজাকে বৈধ করে দেওয়া হোক বলে মন্তব্য করেন অভিনেতা রণবীর শোরে।

তিনি বলেন, বলিউডের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনেক মানুষ মাদক সেবনে অভ্যস্ত। শুধু বি টাউনের পার্টি নয়, অন্যান্য বিভিন্ন পার্টিতেও মাদক সেবনের চল রয়েছে বলে দাবি করেন রণবীর। সেই কারণেই এবার গাঁজাকে ভারতবর্ষে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন রণবীর। ভারতের বাইরে বিভিন্ন দেশে গাঁজা আইনসিদ্ধ তাই এবার এ দেশেও এই নেশাকে আইনসিদ্ধ করে দেওয়া হোক বলে দাবি করেন কঙ্গনা সেনশর্মার প্রাক্তন স্বামী।

এসবের পাশাপাশি গাঁজাকে যে আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তা অনেক পুরনো। এবার সেই আইনের পুনর্গঠন করে, গাঁজাকে ভারতবর্ষে বৈধ বলে ঘোষণা করা হোক বলে মন্তব্য করেন রণবীর শোরে।