রাজস্থানকে উড়িয়ে ফের শীর্ষে দিল্লি

SHARE

আইপিএলের চলতি আসরে ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। তাদের ধারাবাহিকতা রক্ষা করে যথারীতি শুক্রবারও জয় তুলে নিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রান তোলে তারা। এরপর রাজস্থান রয়্যালসকে ১৯.৪ ওভারে অলআউট করে ১৩৮ রানে। ৪৬ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় আয়ারবাহিনী।

৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ২ জয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

দিল্লির জয়ে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন মাকার্স স্টয়েনিস। ব্যাট হাতে ৪ ছক্কায় ৩৯ রান করার পর বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবীচন্দ্রন অশ্বিন। আর রাবাদা ৩.৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিমরন হেটমায়ের। ২২ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

অবশ্য ব্যাট হাতে রাজস্থানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রাহুল তেওয়াতিয়া। ৩৪টি রান আসে যশস্বী জয়সালের ব্যাট থেকে। এ ছাড়া ২৪ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ।