ভ্যাকসিনের জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ

SHARE

করোনা ভ্যাকসিন কেনার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বুধবার (০৭ অক্টোবর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন কেনার বিষয়ে আলোচনা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া কোনো ভ্যাকসিন কিনবে না সরকার। সাধারণ মানুষের প্রাপ্তি নিশ্চিতেও নেয়া হবে ব্যবস্থা। এ ছাড়া এখন থেকে ৭ মার্চ ‘ঐতিহাসিক দিবস’ হিসেবে পালন করা হবে বলেও অনুমোদন হয় মন্ত্রিসভায়।

চূড়ান্ত অনুমোদন হয়েছে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২০-এর খসড়ার। দুপুরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। মন্ত্রিসভার বিশেষ এ বৈঠকটি প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, করোনা ভ্যাকসিনের প্রাপ্তির পথপরিকল্পনা চূড়ান্ত করতেই এ বৈঠক ডাকা হয়। এ বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য বিভাগের সচিব মো. আবদুল মান্নান একটি উপস্থাপনা দেন।