আগামী বছরে কালুরঘাট সেতুর কাজ শুরু হবে: রেলমন্ত্রী

SHARE

আগামী বছরের শুরুতে চট্টগ্রামে বহুল প্রতিক্ষিত কর্ণফূলী নদীতে কালুরঘাট রেলসড়ক সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার (০৭ অক্টোবর) সকালে জরাজীর্ণ কালুরঘাট সেতু পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রেল কাম সড়কসেতু করার উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে পুরনো সেতুটি পরিদর্শনে আসা। আশা করছি ২০২২ সালের মধ্যে নতুন কালুরঘাট সেতু বাস্তবায়ন করতে পারব। এত দিনও সেতুর কাজ না হওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, সেতুর ওপর হবে দুই লাইনের সড়ক। রেললাইনটি হবে ডুয়েলগেজের। সেতুটি হলে ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।