ওয়ানডে ছেড়ে দিতে চেয়েছিলেন ইশান্ত

SHARE

M_Id_431311_Ishant_Sharmaকয়েক মাস খুব হতাশায় কেটেছে ইশান্ত শর্মার। বাজে ফর্মের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। খেলতে পারেননি টি২০ বিশ্বকাপেও। হতাশায় ওয়ানডে ক্রিকেটও ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন ইশান্ত; কিন্তু মায়ের অনুপ্রেরণায় নেতিবাচক সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

এখন তার সামনে একটাই লক্ষ্য, আইপিএলে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফেরা। আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া আইপিএল খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

হায়দরাবাদ সানরাইজার্সের এ পেসার বলেছেন, ‘দেশের হয়ে যখন ভালো খেলতে পারছিলাম না, বাদ পড়লাম, তখন মা আমাকে উৎসাহ দেয়। এক সময় তো ভেবেছিলাম, ওয়ানডে খেলাই বন্ধ করে দেওয়া উচিত আমার। কিন্তু মা নেতিবাচক মানসিকতা থেকে আমাকে বের করে আনেন। আইপিএলে এ মৌসুমে ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে আছি। এখন আমার বোলিংয়ে ছন্দ রয়েছে। ঘরোয়া টি২০-তেও ভালো বল করেছি, উইকেট পেয়েছি।’

সানরাইজার্স চার লাখ ডলারের বিনিময়ে কিনেছে ইশান্তকে। গত বছর আইপিএলের ১৬ ম্যাচে ১৫ উইকেট দখল করেন ইশান্ত। ডেল স্টেইনের সঙ্গে ইশান্তের পেস জুটি হায়দরাবাদকে শীর্ষ চারে তুলে নিয়ে যায়।