‘জানুয়ারিতে চামড়া শিল্পে ক্ষতি ৪৫৯ কোটি টাকা’

SHARE

btaদেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় গত জানুয়ারিতে চামড়া শিল্পে প্রায় ৪৫৯ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

সোমবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউিনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে এই দাবি করেন অ্যাসােসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।
চলমান হরতাল-অবরোধের কারণে চামড়া রফতানি করা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘ প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার চামড়া এখেনা অবিক্রিত ও মজুদ রয়েছে।’
এই অবিক্রিত চামড়ার মধ্যে রয়েছে ২০১৩ সালের কোরবানির চামড়াও; যা আর্ন্তজাতিক বাজারে দরপতনের কারণে বিক্রি করা যায়নি।
রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে চামড়া শিল্পে ধস নামার আশঙ্কা করছেন তারা।
এ পরিস্থিতিতে ট্যানারি শিল্পে ফিনিসড চামড়া রফতানিেত ১০ শতাংশ নগদ সহায়তার দাবি জানান অ্যাসােসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।