মাগুরার অষ্টমশ্রেণী পাস কিন্তু পিএইচডি ডিগ্রিধারী বিশেষজ্ঞ ডাক্তার ফরিদপুরে র‌্যাবের হাতে আটক

SHARE

মাগুরার অক্সফোর্ড গ্রুপের পরিচালক, অক্সফোর্ড নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান, ভুয়া পিএইচ ডি ইন নিউরোলোজি সনদধারী ডাঃ মকবুল হোসেন জীবন ফরিদপুরের ল্যাব এশিয়া ডায়াগনিষ্ট সেন্টার থেকে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে র‌্যাবের হাতে আটক হয়েছেন।ল্যাব এশিয়ার ম্যানেজার প্রদিপকুমার জানান ডা: মকবুল হোসেন জীবন দীর্ঘদিন ধরে আমাদের এখানে আমেরিকান পিএইচডি ডিগ্রিধারী ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে রোগী দেখে আসছেন। আমরা তো উনার কাগজপত্র দেখে এখানে প্রাকটিস করার সুযোগ দিয়েছি কিন্ত জানিনা উনি ভুয়া ডাক্তার কিনা। তবে আজ শুক্রবার বেলা দেড়টার দিকে র‌্যাবের একটি দল ল্যাবএশিয়া ডায়াগনিষ্টে এসে ডা. মকবুল হোসেন জীবনকে খোজেন। উনি তখন প্যারালাইসিস রোগী দেখছিলেন, পরে RAB এর জিজ্ঞাসাবাদে সদুত্তর না দিতে পারায় তিনি গ্রেফতার হন। মাগুরার নাম না প্রকাশ করার শর্তে একজন জানান, মকবুল হোসেন জীবন পুলিশের ও রাজনৈতিক আশ্রয়ে দীর্ঘদিন যশোর, ঝিনাইদাহ, মাগুরা ও ফরিদপুর অঞ্চলে একাধিক ভুয়া ডিগ্রি কখনও মেডিসিন, কখনও নিউরো , গ্যাষ্ট্রো ও বক্ষব্যাধী বিশেষজ্ঞ হিসাবে মানুষের চোখ ফাঁকি দিয়ে প্রতারনা করে রোগী দেখে আসছিলেন। এর আগে তিনি ফরিদপুরের মধুখালীতে একবার ভ্রাম্যমাণ আদালতে জালে আটকা পড়তে পড়তে বেঁচে যান, চেম্বারে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। ডা: মকবুল হোসেন জীবন মূলত অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন‌ ও ফিজিওথেরাপীর উপর একটি ছোট ট্রেনিং করেছিলেন আর তার উপর ভর করে নামের শেষে যথেচ্ছা ডিগ্রী লাগিয়ে প্রতারণা করে আসছিলেন। এ দিকে মাগুরায় ডা. মকবুল হোসেন জীবনের আটকের খবর শহরে প্রচার হলে জনমনে স্বস্তি নেমে আসে ।