খালেদা জিয়াকে চায়ের দাওয়াত দিলেন স্বাস্থ্যমন্ত্রী

SHARE

nasimmontriবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চায়ের দাওয়াত দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ‘বিএনপির বন্ধুদের বলতে চাই পরামর্শ থাকলে দেন। প্রয়োজনে বিএনপি নেত্রীকে আমার চেম্বারে চা খাওয়ার দাওয়াত রইলো। আমি আপনাকে (খালেদা জিয়া) চায়ের দাওয়াত দিলাম। এসে আমাদের উদ্দেশে কোন পরামর্শ বা কথা থাকলে বলেন।’

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘আপনার নাবালক ছেলেকে থামান। বোধশক্তিহীন মানুষের বুদ্ধিতে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। জনগণকে জিম্মি করে আন্দোলন করতে চান, হবে না। আজকে যা বলছেন, পাগলের উক্তি। এটার উদ্দেশ্য কী? নাবালকদের কথা শুনে যাই করেন নিজের ক্ষতি করবেন না।’

আন্দোলনের অহেতুক হুমকি দিয়ে লাভ নেই উল্লেখ করে নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি) আন্দোলনের লোক না। আন্দোলন করতে পারেন না। আওয়ামী লীগই আন্দোলনের দল। আন্দোলনের মধ্য দিয়ে এ দলের জন্ম।’

নাসিম বলেন, ‘নির্বাচন বর্জন করে প্রতিহতের ডাক দেয়া হয়েছিলো। কেউ আপনাদের কথা শোনেনি। নির্বাচন হয়েছে, সারা দুনিয়ার মানুষ সরকারকে স্বীকার করেছে। দশম সংসদের প্রথম অধিবেশনও গত বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে।’

সংগঠনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিয়া মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।