ভিওআইপি সরঞ্জামসহ আটক ১ রাজধানীতে

SHARE

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ নুরুল আমিন ওরফে শাহীন (৪৩) নামেরএকজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেন।

এএসপি ফারজানার ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে মোহাম্মদপুর থানার এনএস রোড, ব্লক-বি এলাকার একটি বাড়ির সপ্তম তলায় অভিযান চালায় র‌্যাব-৩ এর একটি দল। সেখান থেকে অবৈধ ভিওআইপি ব্যবসার মূলহোতা শাহীনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম ৬৪টি অ্যান্টেনা, ৫১২ পোর্ট বিশিষ্ট সিমবক্স একটি, ২৫৬ পোর্ট বিশিষ্ট সিমবক্স একটি, রাউটার, মডেম, পেনড্রাইভ, সিম বেইসড পাওয়ার স্টিপ ও বিভিন্ন মোবাইল কম্পানির বিপুল পরিমাণ সিমকার্ড জব্দ করা হয়।

ফারজানা হক বলে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় বিনা অনুমতিতে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জামাদির ব্যবসা পরিচালনা করছিলেন আসামি। এর মাধ্যমে সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন তিনি। এ ব্যবসার মাধ্যমে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এএসপি।