বিশ্বকাপ পর্যন্ত মিসবাহই থাকছেন পাকিস্তানের অধিনায়ক

SHARE

misbahpkপাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র পিটিআইকে জানিয়েছেন সামনের ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট পর্যন্ত মিসবাহ-উল-হক-ই পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন।

পিসিবি জানায়, “মিসবাহকে পাকিস্তানের টেস্ট বা ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরানোর কোন পরিকল্পনা আপাতত নেই কারণ তিনি উভয় ফরমেটেই দলকে বেশ ভালো ভাবে নেতৃত্ব দিয়েছেন। মিসবাহ এখন অভিজ্ঞ অধিনায়ক। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছে দৃষ্টান্ত স্থাপন করেছে”।

২০১০ সাল থেকে পাকিস্তানের টেস্ট দলের ও ২০১১ সালের মে থেকে ওয়ানডে দলের নেতৃত্বে আছেন মিসবাহ-উল-হক। ২০১২ সাল পর্যন্ত তিনি টি-২০ও অধিনায়ক ছিলেন।

এদিকে এ পদের জন্য অলরাউন্ডার শহীদ আফ্রিদি সবচেয়ে শক্তিশালী প্রার্থী বলে ইতোমধ্যে গুজব ছড়িয়েছে। কিন্তু সব গুজব মিথ্যা প্রমাণিত করে মিসবাহ-ই পাকিস্তানের অধিনায়ক থাকছেন।