সমাজকল্যাণমন্ত্রীরও ফাঁসি চেয়েছে ইসলামী দলসমূহ

SHARE

mohoshinnমহানবী (সা.), হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করার দায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করার পর এবার সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীরও ফাঁসি চেয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ। বোরকা নিয়ে মন্তব্য করার জন্য মহসিন আলীর ফাঁসি চাইলো সমমনা ইসলামী দলগুলোর এ সংগঠনটি।

শুক্রবার সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে প্রায় অর্ধশতাধিক ইসলামী সংগঠন ও দলের নেতাদের নাম উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বঘোষিত মুরতাদচক্র একের পর এক ইসলাম ও ইসলামী বিধানের বিরুদ্ধে বিষোদগার করেই চলেছে। অথচ অদ্যাবধি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় উক্ত স্বঘোষিত মুরতাদগংদের দৌরাত্ম বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় সমাজকল্যানমন্ত্রী মহসীন আলী ইসলামী ফরজ বিধান বোরকা ও পর্দার রিরুদ্ধে বক্তব্য দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’

সংসদের চলতি অধিবেশনেই স্বঘোষিত ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন পাসের দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।