ভ্যাকসিন ছাড়াই করোনা বিলীন হয়ে যাবে : ট্রাম্প

SHARE

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, টিকা আবিষ্কার হোক বা না হোক করোনাভাইরাস বিলীন হয়ে যাবে। বুধবার (১৭ জুন) রাতে মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। এর আগে গত মাসেও হোয়াইট হাউসে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে।
বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। করোনার টিকা আবিষ্কারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রেও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন টিকা আবিষ্কার হোক বা না হোক করোনা এমনিতেই থাকবে না।
ফক্স নিউজকে তিনি বলেন, ‘আমরা একটি টিকা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছি, একটি থেরাপি আবিষ্কারেরও কাছাকাছি আছি আমরা, এটা সত্যিই খুব ভালো থেরাপি হবে। তবে সেটি না হলেও আমি এ নিয়ে (করোনাভাইরাস) কথা বলতে চাই না। কারণ এটি বিলীন হয়ে যাচ্ছে, এটি বিলীন হওয়ার পথে। তবে একটি টিকা আবিষ্কার হলে তা সত্যিই দারুণ হবে। আর সেটাই হতে যাচ্ছে।’
এর আগে গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’