মিরসরাইয়ে ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা

SHARE
pettrol bomaচট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে গুরত্বপূর্ণ বেশকিছু নথিসহ পুড়ে গেছে অফিসের আসবাবপত্রও।
বুধবার রাত আড়াইটার দিকে ভূমি অফিসের প্রধান সহকারির কক্ষে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের পূর্ব দক্ষিণ পাশের শেষ কক্ষে বসেন প্রধান অফিস সহকারি অসীম কুমার রক্ষিত। ওই কক্ষের দক্ষিণ দিকের জানালা দিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে  দুর্বৃত্তরা। জানালার কাঁচ ভেঙে ভেতরে থাকা অফিসের গুরত্বপূর্ণ নথিপ ও আসবাবপত্রে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমানা প্রাচীর ও প্রধান ফটকে তালা থাকায় বাইরের লোক ভেতরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারেনি। অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পানি দিয়ে আগুন নেভান।
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারি অসীম কুমার রক্ষিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারি (ভূমি) ফজলে এলাহী অলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনসহ স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মিরসরাই থানার এসআই আক্কাস জানান, ‘আমরা খবর পেয়েছি। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়নি।’