এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে আট পদক্ষেপ

SHARE

nahid26শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই এসএসসি পরীক্ষা শুরু হবে। ১৪ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটকে সহিংসতার পথ পরিহার করতে হবে। আর কোনো বিকল্প নেই। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ চাপা পড়ে আছে। আশা করি, তা জাগ্রত হবে এবং ছেলেমেয়েদের পরীক্ষা নিশ্চিন্তে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন।’ তিনি বিএনপির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘আল্লাহর দোহাই, মানবতার দোহাই_ দয়া করে আমাদের ছেলেমেয়েদের নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন।’ এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে গতকাল বুধবার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে তিনি এ কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন,নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের জন্য চলমান সহিংসতা বন্ধ ছাড়া কোনো বিকল্প পথ নেই। দেশের ১৪ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা গুরুত্ব দিয়ে বিএনপিসহ ২০ দলীয় জোটকে সহিংসতার পথ পরিহার করতে হবে। তিনি বলেন, ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে সহিংস কর্মসূচিতে মানুষ পোড়ানো হচ্ছে। সাধারণ মানুষের এই দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। দেশের ৬ কোটি শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অবরোধ আহ্বানকারীদের কাছে আমাদের আহ্বান, এসএসসি পরীক্ষার সময় অবরোধ-হরতাল বন্ধ রাখুন। তিনি আরও বলেন, ২০ দলীয় জোটের চলমান অবোরোধ-হরতালে সাধারণ মানুষের কিছুই আসে যায় না। শুধু মানুষের মনে আতঙ্ক রয়েছে। শিক্ষার্থী-অভিভাবকরা উদ্বিগ্ন। আমরাও উদ্বিগ্ন।