মমি করে রাখা হয়েছে মমতাজকে!

SHARE

tajmoholস্ত্রী মমতাজ মহলের প্রতি মোগল সম্রাট শাহজাহানের অমর প্রেমের নিদর্শন আগ্রার তাজমহল। তাক লাগানো এ স্থাপনার মধ্যেই রয়েছে সম্রাজ্ঞী মমতাজ মহলের কবর। তবে তাকে সেখানে সমাহিত করা নিয়ে যুগ যুগ ধরেই রহস্যমিশ্রিত বিভিন্ন তথ্য প্রচলিত আছে। সম্প্রতি প্রকাশিত একটি বই এ রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। এতে দাবি করা হয়েছে, মমতাজের মরদেহ মমি করে রাখা হয়েছে। খবর :টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে। শাহজাহানের তৃতীয় স্ত্রী ছিলেন মমতাজ মহল। বুরহানপুর এলাকায় (বর্তমানে মহারাষ্ট্রের একটি শহর) ১৪তম সন্তান প্রসব করতে গিয়ে মারা যান মমতাজ। প্রিয়তমা পত্নীর স্মরণে ১৭ শতকে আগ্রায় যমুনা নদীর তীরে সৌধটি নির্মাণ করান শাহজাহান। সম্প্রতি ‘তাজমহল অর মমিমহল’ নামে একটি ই-বুক লিখেছেন আফসার আহমদ নামে একজন সাংবাদিক ও লেখক। বইয়ে তিনি দাবি করেন, ‘তাজমহলের আসল সত্য গোপন রাখা হয়েছে। সৌধটি নির্মাণের সময় যদি সত্য তথ্য প্রকাশিত হয়ে যেত, তাহলে এটি আর নির্মাণ করাই হয়তো সম্ভব হতো না।’
আফসার আহমদ তার বইয়ে মমতাজের মৃত্যু সংক্রান্ত অনেক অজানা তথ্যও তুলে ধরার দাবি করেছেন। এতে মমতাজের মৃত্যু, তার শেষের কয়েকটি দিন ও মমি করার বিস্তারিত বর্ণনা দিয়েছেন লেখক। তার দাবি, মমতাজকে তিনবার সমাহিত করা হয়। প্রথম দু’বার একটি সংরক্ষণাগারে, তৃতীয়বার চূড়ান্তরূপে। মমতাজের মরদেহ মমি করতে মোগলরা কি প্রাচীন মিসরীয় পদ্ধতি ব্যবহার করেছিলেন? মোগলদের কি মরদেহ সংরক্ষণের রীতি ছিল? এসব প্রশ্নের জবাবের চেয়েও লেখক বেশি আগ্রহী ছিলেন মমতাজের মমি করা দেহটি এখনও সংরক্ষিত আছে কি-না তা জানতে।