করোনা সঙ্কট : ১০ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ পেট্রোলিয়াম

SHARE

করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট সঙ্কটের কারণে বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে গেছে।এই পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়েছে।

ব্রিটিশ পেট্রোলিয়াম এর প্রধান নির্বাহী বার্নাড লুনি এ কথা জানান।

তিনি জানান, ২০২০ সালের মধ্যেই ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।

প্রধান নির্বাহী বার্নাড লুনি জানান, এখন ব্রিটিশ পেট্রোলিয়ামে (বিপি) ৭০ হাজার কর্মী রয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ১৫ শতাংশ কর্মী কমিয়ে ফেলা হবে।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে সৃষ্টি হওয়া পরিস্থিতির কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) থেকে কর্মী ছাঁটাই হতে পারে-সে ইঙ্গিত এপ্রিলেই দেয়া হয়েছিল। সে সময় করোনা সঙ্কটের কথা উল্লেখ করে জানানো হয়েছিল যে, ২০২০ সালের ব্যয় ২৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এ কারণেই ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে হবে।

সূত্র : লাইভ মিন্ট, বিবিসি