ঘৃণা ও ধিক্কারের আগুন দিয়ে সহিংসতার জবাব দেব: কাদের

SHARE

obaidull28“সহিংসতার জবাব সহিংসতা দিয়ে দেব না, ঘৃণা ও ধিক্কারের আগুন দিয়ে সহিংসতার জবাব দেব।”

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, “মানুষ বোমা বানাতে না পেরে তিনি পেট্রলবোমা ও ককটেলের আগুনে দেশে নাশকতা সৃষ্টি করছেন।সমঝোতার একটি পরিবেশ তৈরি হতে পারত, কিন্তু ঘরের দরজা বন্ধ করে বেগম জিয়া সমঝোতার দরজা বন্ধ করে দিলেন। বেগম জিয়া পুত্র শোকে কাতর কিন্তু প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে দেখা করতে গেলেও নেতাকর্মীরা সৌজন্যতাও দেখাতে পারেননি।”

এ সময় স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নোয়াখালী  জেলা স্কুলে জেলা প্রশাসন ও তথ্য অফিস আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।