রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

SHARE

cross fieeরাজশাহীতে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি নাম নুরুল ইসলাম (৫০)। পুলিশের দাবি, তিনি জামায়াত-শিবিরের একজন দুর্ধর্ষ ক্যাডার।
বুধরাত ভোররাত পৌনে ৪টার দিকে নগরীর আশরাফের মোড় এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ মারা যান তিনি।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর সাহেববাজার এলাকার একটি ছাপাখানা থেকে তাকে আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের ডেপুটি কমিশনার তানভির হায়দার চৌধুরী জানান, ‘নুরুল ইসলামের অন্য নাম টাকু শাহীন। জামায়াত-শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ৮ মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে তার নামে। আটকের পর তাকে নিয়ে আশরাফের মোড় এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকায় থাকা জামায়াত-শিবিরের ক্যাডাররা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও জবাবে গুলি চালায়। তখন পালানোর উদ্দেশ্যে দৌড় দিলে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম। মারা যান। তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আজ দুপুর সাড়ে ১২টার দিকে এ বিষয়ে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ।