আইপিএলের কঠোর সমালোচনায় অ্যালান বোর্ডার

SHARE

টি-টোয়ন্টি বিশ্বকাপ হলো বৈশ্বিক টুর্নামেন্ট। অন্যদিকে আইপিএল বড় আসর হলেও সেটা নিতান্তই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। কিন্তু এই আইপিএল আয়োজনের জন্য বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার চেস্টা করে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ঘটনা ফাঁস হওয়ার পর এবার কঠোর সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।

ক্রিকেট দুনিয়ায় জোর জল্পনা চলছে যে, করোনাভাইরাসের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাবে। সেই ফাঁকা সময়টিতে অনুষ্ঠিত হবে আইপিএল। যদি তেমনটাই হয়, তাহলে আপত্তি বোর্ডারের প্রচণ্ড আপত্তি আছে। এই খ্যাতিমান অধিনায়ক বলেছেন, ‘আইপিএল তো ভারতের একটা ঘরোয়া টুর্নামেন্ট। বিশ্বকাপের থেকে আইপিএল কোনোভাবেই গুরুত্বপূর্ণ হতে পারে না। যদি বিশ্বকাপ না হয়, তাহলে যেন আইপিএলও না হয়।’

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের থাবায় স্থগিত হয়ে গেছে একের পর এক টুর্নামেন্ট। আইপিএল বাতিল হলে ৪ হাজার কোটি রুটি ক্ষতি হয়ে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই ক্ষতি থেকে রক্ষা পেতেই নাকি জোর তদবির চালিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অ্যালান বোর্ডার বলেছেন, ‘বিশ্বকাপের জায়গায় যদি আইপিএল হয়, তাহলে খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হবে। ভারত জোরপূর্বক এটা করলে এর প্রতিবাদে অন্য দেশগুলোর উচিত হবে, আইপিএলের জন্য তাদের খেলোয়াড়দের ছাড়পত্র না দেওয়া।’