৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে সরকারের ত্রাণ সহায়তা

SHARE

করোনা ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

৬৪টি জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার টন এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৯৮ লাখ এবং উপকারভোগী লোকসংখ্যা প্রায় ৪ কোটি ৪০ লাখ।ত্রাণ হিসেবে শিশু খাদ্য সহায়কসহ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এর মধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি ৯১ লাখ ৬৩ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৫০ কোটি ৭৩ লাখ ৭৮ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৫৮ লাখ ২২ হাজার। এ ছাড়া শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৫ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় ৩ লাখ ৭৭ হাজারটি এবং লোক সংখ্যা প্রায় ৭ লাখ ৭১ হাজার।