ভারতে করোনায় মৃতের ৬৫ শতাংশ পুরুষ

SHARE

ভারতে কভিড-১৯ আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ। মৃতদের মধ্যে অন্তত অর্ধেক রোগী ষাটোর্ধ্ব। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ৩০ এপ্রিল দুপুর পর্যন্ত করোনা সংক্রমণে মৃত ১,০৭৪ জনের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ। এর থেকেই স্পষ্ট, অতিমারিতে নারীদের তুলনায় বেশি বিপদে রয়েছেন পুরুষ রোগীরা।

গত ২২ এপ্রিল জার্নাল অউ দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ প্রকাশিত গবেষণা বলছে, নিউইয়র্ক শহরের ১২টি হাসপাতালে ভর্তি হ্ওয়া ৫,৭০০ জন করোনা রোগীর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং আইসিইউ বিভাগে ভর্তি ৩৭৩ জন রোগীর ৬৬.৫ শতাংশ পুরুষ।

দেখা গিয়েছে, তাঁদের সকলেরই ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির সমস্যা অথবা ওজনবৃদ্ধির মতো পুরনো অসুখ রয়েছে।

চিকিৎসকদের মতে, সংক্রমণে মৃতদের ৭৮ শতাংশ পুরনো শারীরিক ব্যাধিতে ভুগছিলেন এবং ৫১.২ শতাংশ ষাটোর্ধ্ব। আবার তাঁদের মধ্যে শতাংশ রোগীর বয়স ৬০ থেকে ৭৫ বছরের মধ্যে, এবং ৯.২ শতাংশ রোগী ৭৫ বছরের বেশি বয়সী।

সূত্র : হিন্দুস্তান টাইমস