সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

SHARE

cocktel২০-দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে শহরের খলিফাপট্টি মোড় এলাকায় পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা।

দুপুরে মহরের বড়বাজার এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ককটেলের আঘাতে আল-আমিন নামে এক যুবক আহত হয়।

হরতাল-অবরোধে জেলা সদর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অফিস, আদালত, ব্যাংকে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

রোববার রাতে শহরের এসএস রোডে একটি ঝটিকা মিছিল বের হয়। একই সময় সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা ব্রীজ এলাকায় দুটি সিএনজি অটোরিকশা, ভদ্রঘাট ইউনিয়নের এসিআই মিল সংলগ্ন শিমুলতলা এলাকায়ি একটি ট্রাক ও তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়াও শহরের মিরপুর বিড়লাকুঠি এলাকায় দুটি ককটেলের বিস্ফোরন ঘটানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০-দলীয় জোটের ছয় কর্মীকে আটক করা হয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনসহ র্যাব ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।