ভারতে করোনার তাণ্ডব চলছেই, একদিনে মৃত ৩৫!

SHARE

ভারতে করোনাভাইরাসের কারণে মৃত ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯,১৫২।

আজ সোমবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১,৯৮৫। এরপর রয়েছে দিল্লি (১,১৫৪), তামিলনাড়ু (১,০৭৫), রাজস্থান (৮০৪), মধ্যপ্রদেশ (৫৩২), গুজরাট (৫১৬)। রবিবার দিল্লিতে আরও ১০টি হটস্পট চিহ্নিত হয়েছে। এর ফলে রাজধানীতে করোনার হটস্পটের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত ২১ দিনের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে মঙ্গলবার। শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডি্ও কনফারেন্সের পর একটা বিষয় স্পষ্ট, লকডাউন বাড়ানোর ব্যাপারে সব রাজ্যের সঙ্গে সহমত হয়েছে কেন্দ্রীয় সরকার।

সোমবার বর্ধিত লকডাউনের রূপরেখা ঠিক করতেই নয়াদিল্লিতে বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বর্ধিত লকডাউনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়ার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

তবে, ভারতে আক্রান্ত ও মৃতের ক্রমবর্ধমান গ্রাফ এবং চীনের নতুন করে সংক্রমণের ঘটনা কেন্দ্রীয় সরকারকে বেশ চিন্তায় ফেলেছে।