যে কারণে আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করবে না আফগানিস্তান

SHARE

সম্প্রতি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর আঞ্চলিক কমান্ডার আসলাম ফারুকি আফগানিস্তানে আটক হন। এই আইএস কমান্ডারকে পাকিস্তানের কাছে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে আফগানিস্তান।

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হিন্দু-শিখ মন্দিরে হামলার চালানো হয়।এই হামলার সাথে জড়িত থাকার দায়ে আসলাম ফারুকিকে আটক করে আফগান নিরাপত্তাবাহিনী।

আইএস এর কথিত খেলাফতের খোরাসান প্রদেশের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন আসলাম ফারুকি।

আসলাম ফারুকি পাকিস্তানের বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনটাই মনে করে পাকিস্তান সরকার।

ফারুকিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পাকিস্তান।এ কারণে আসলাম ফারুকিকে হস্তান্তর করতে কাবুলের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

তবে, পাকিস্তান সরকারের এ অনুরোধ নাকচ করে দিয়েছে আফগানিস্তান।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আসলাম ফারুকি আফগানিস্তান শত শত মানুষ হত্যায় জড়িত। এ কারণে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। এছাড়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বন্দিবিনিময় চুক্তি নেই। তাই আসলাম ফারুকিকে ইসলামাবাদের কাছে হস্তান্তর করতে বাধ্য নয় কাবুল।