করোনায় ক্রেডিট কার্ডের গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়

SHARE

করোনাভাইরাসের কারণে ক্রেডিট কার্ড গ্রাহকদের বিশেষ ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। আগামী ৩১ মে পর্যন্ত ক্রেডিট কার্ডের গ্রাহকদের সব ধরনের জরিমানা মওকুফের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে গত ১৫ মার্চ থেকে যাদের বিল বকেয়া হয়েছে ও এর বিপরীতে জরিমানা আরোপ বা আদায় করা হয়েছে সেটিও ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গ্রাহকদের আর্থিক সামর্থ্য ও চলমান অন্যান্য সীমাবদ্ধতা বিবেচনায় বিলম্ব ফি বা জরিমানা মওকুফের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে যেসব ক্রেডিট কার্ড গ্রাহকের বকেয়া বিল পরিশোধের শেষ সময় ১৫ মার্চ বা তার পরে, সেসব ক্ষেত্রে বিল নির্ধারিত সময়ে পরিশোধ করতে না পারলে কোনো ধরনের বিলম্ব ফি নেওয়া হবে না।