গোবিন্দ হালদার মারা গেছেন

SHARE

haldar‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ কালজয়ী এ গানটির স্রষ্টা সুরকার গোবিন্দ হালদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার সকাল সোয়া ১০টার দিকে তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুরকার গোবিন্দ হালদার দীর্ঘদিন ধরে কিডনি অসুস্থতায় ভুগছিলেন। গত শনিবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’- মুক্তিযুদ্ধের সময় এই গানটি অনুপ্রাণিত করেছিল লাখো মুক্তিকামী মানুষকে।

এ ছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লেখা কৃতী এই গীতিকারের গান ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ স্বাধীনতা যুদ্ধে অসামান্য প্রেরণা যুগিয়েছিল।