করোনা তহবিলে অর্ধেক বেতন দিচ্ছেন ৯১ জন প্রথম শ্রেণীর ক্রিকেটার

SHARE

জাতীয় দলের ক্রিকেটারদের পর এবার করোনাভাইরাস মোকাবেলার লড়াইয়ে নামলেন দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেক দিচ্ছে কোয়াবের তহবিলে। গতকাল করোনাভাইরাসের প্রকোপের এই সময়ে সারাদেশের দুঃস্থদের জন্য সহায়তার জন্য এই তহবিল গঠন করছে কোয়াব।

বাংলাদেশের ঘরোয়া লিগে যারা খেলে থাকেন তাদের আর্থিক আয় খুবই কম। এজন্য গত বছর আন্দোলন-ধর্মঘটও হয়েছে। মূলত ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিরাপত্তার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে এই চুক্তি করে থাকে বিসিবি। তিনটি গ্রেডে তারা মাসিক পারিশ্রমিক পায় ২৮ হাজার ৭৫০ টাকা, ২৩ হাজার টাকা ও ১৭ হাজার ২৫০ টাকা।

এর আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ও সম্প্রতি জাতীয় দলে খেলা ২৭ ক্রিকেটার এর আগে তাদের এক মাসের বেতনের অর্ধেক দিয়েছেন করোনা তহবিলে। যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ টাকা। তবে কর কেটে রাখার পর তাদের সহায়তার অঙ্ক ২৬ লাখ টাকার মতো। এর বাইরে বেশ কয়েকজন জাতীয় দলের তারকা ব্যক্তি উদ্যোগে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। দিনমজুরদের চাল-ডাল-তেলও দিচ্ছেন ক্রিকেটাররা।