প্রথম গায়িকা হিসেবে মহাকাশে যাচ্ছেন ব্রাইটম্যান

SHARE

brightmanবিখ্যাত ব্রিটিশ গায়িকা সারাহ ব্রাইটম্যান দশ দিনের সফরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণে যাচ্ছেন। চলতি বছরের অক্টোবরে প্রথম প্রফেশনাল গায়িকা হিসেবে তিনি সেখানে যাচ্ছেন বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা গতকাল জানিয়েছে। খবর দ্য হিন্দুর

মহাকাশ স্টেশনে আসা-যাওয়া [রাউন্ড ট্রিপ] বাবদ ব্রাইটম্যানকে প্রায় ৫২ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হবে। রাশিয়ান সয়ুজ ক্যাপসুলে করে তিনি সেখানে যাবেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্পেস এডভেনচার্স জানায়। এই কোম্পানিটিই ব্রাইটম্যানের ভ্রমণের আয়োাজন করছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ভ্রমণকারী অষ্টম পর্যটক হতে যাচ্ছেন এই গায়িকা। প্রায় একশ’ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত স্টেশনটি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ৪১৮ কিলোমিটার উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে ঘুরছে।