ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেলেন ব্যারিস্টার রফিক

SHARE

baristar rafik১১ এপ্রিল, ঢাকা: জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের। সকাল সাড়ে ১০টার মধ্যে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হনও তিনি। এর কিছুক্ষণ পর উপস্থিত হন অনুষ্ঠানের সাত বিশেষ অতিথির একজন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।

এরপর সোয়া ১১টা পর্যন্ত বসে ছিলেন ব্যারিস্টার রফিক। আর কোনো অতিথি তখনও পৌঁছাতে পারেননি অনুষ্ঠানস্থলে। শেষ পর্যন্ত সোয়া ১১টার দিকে সেখান থেকে বেরিয়ে যান ব্যারিস্টার রফিক-উল হক। যাওয়ার সময় বলে গেলেন, ‘যারা সময়ের মূল্য দিতে জানে না, তারা মানুষের জাত-ই না।’

এর আগে দেরিতে অনুষ্ঠান শুরু করতে গেলে আয়োজকদের উদ্দেশে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘বর নাই, কনে নাই এখনই বিয়ে শুরু করবেন?’

অনুষ্ঠানে যাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল- সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশসের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সাংসদ খায়রুল কবির খোকন , বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, আবুল হোসেন খান, ফারুক আহমেদ প্রমুখ।