রানা প্লাজার প্রকৌশলীর জামিন বহাল

SHARE

high courtরানা প্লাজা ধসের এক মামলায় সাভারের সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা রইল না।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন খারিজ করে দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজারেরও বেশি মানুষ মারা যান। এ ঘটনার পরদিন সাভার মডেল থানায় রাজউকের পক্ষ থেকে একটি ইমারত আইনে একটি মামলা করা হয়।

ঐ মামলায় একই বছরের ২৯ মে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। ২০১৪ সালের ১৫ জুলাই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

১৭ জুলাই রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি জামিন স্থগিত করেন। রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিলের আবেদন করলে শুনানির পর আজ বৃহস্পতিবার ওই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।