কুমিল্লায় পুলিশ ও আ.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

SHARE

comillaকুমিল্লা নগরীর কান্দিরপাড়ে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে কোতোয়ালি যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমেনকে কুপিয়ে জখম করা হয়েছে। অন্য আহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় ককটেল বিস্ফোরণে কান্দিরপাড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বেলা সোয়া ১১টায় এ প্রতিবদেন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে কান্দিরপাড়ের দলীয় কার্যালয় থেকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বিএনপি নেতাকর্মীরা রাণীরদিঘীর পাড়ে ও ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে।