অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পরিকল্পনা করতে হবে

SHARE

‘অসংক্রামক রোগ প্রতিরোধে আরো কার্যকর পরিকল্পনা করতে হবে’। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অসংক্রামক রোগের বিষয় জাতীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন, অসংক্রামক রোগ শাখার পরিচালক ডাক্তার হাবিবুর রহমান, পুষ্টি সেবা কার্যক্রমের লাইন ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, এসবিসিসির ডা. নজরুল ইসলাম, অসংক্রামক রোগ শাখার ডা. আয়েশা আক্তার, ডা. আব্দুল আলীমসহ অন্যরা বক্তব্য দেন।