পদত্যাগ করলেন সাজিদ জাভিদ

SHARE

ব্রিটিশ অর্থমন্ত্রী সাজিদ জাভিদ পদত্যাগ করেছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। ব্রেক্সিট বাস্তবায়নের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আলোচনা শুরুর আগে এই পদক্ষেপ নিয়েছেন বরিস জনসন।

ব্রিটেনের রাজস্ব বিভাগের চিফ সেক্রেটারি রিসি সুনাক সাজিদ জাভিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
গত বছরের জুলাইয়ে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাজিদ জাভিদ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সহযোগীদের সরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বাজেট উপস্থাপনের মাত্র চার সপ্তাহ আগে পদত্যাগ করলেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ।

ব্রেক্সিট নিয়ে টানাপোড়েনের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে জিতে গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদকে অর্থমন্ত্রী নিয়োগ করেন বরিস জনসন। তবে নিজের প্রথম বাজেট উপস্থাপনের আগেই সরে দাঁড়ালেন তিনি।

প্রধানমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা ডমিনিক কামিংসের সঙ্গে সাজিদের সম্পর্কে টানাপোড়েনের গুজবের মধ্যে এই পদত্যাগের ঘটনা ঘটল।

সাজিদের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জন্য একটি যৌথ টিম গঠনের কথা বলে সাজিদকে তার সব বিশেষ উপদেষ্টাকে বরখাস্তের নির্দেশ দেন জনসন।

সূত্র : বিবিসি, ডয়েচে ভেলে