ব্যর্থতার বৃত্ত এবারই ভাঙতে চান মমিনুল

SHARE

এখনই কেন নয়? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতার বৃত্ত ভাঙা নিয়ে অনেকটা এমনই মনোভাব মমিনুল হকের।

বৃহস্পতিবার দুপুরে রাওয়ালপিন্ডি টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে বিদেশে বাংলাদেশের বাজে রেকর্ডও ভালো করার জন্য মরিয়া হয়ে থাকার কথা বলেছেন অধিনায়ক।

এমনিতে গত সেপ্টেম্বর থেকে টেস্ট ক্রিকেটে বড্ড বাজে সময় কাটছে বাংলাদেশের। সেটি দেশ এবং দেশের বাইরে, সবখানেই। নিজেদের মাঠে আফগানিস্তানের কাছে লজ্জার হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটির আরো করুণ অবস্থা হয় ভারত সফরে গিয়ে। ভারতীয় ফাস্ট বোলারদের সামনে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের সেই ছবি পাকিস্তানেও ফিরে আসে কিনা, আছে সেই সংশয়ও। মমিনুল যদিও আশাই দেখাচ্ছেন।

আফগানিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে বললেন, ‘দেখুন, এই (ব্যর্থতার) ধারা থেকে একসময় না একসময় তো বের হতেই হবে। আমার চেষ্টা করবো এখান থেকেই বের হতে।’

বিদেশের মাটিতে ভালো কিছুর শুরুটাও শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতেই চান টেস্ট অধিনায়ক মমিনুল, ‘আপনারা জানেন, বিদেশে আমাদের রেকর্ড ভালো নয়। আমাদের লক্ষ্য থাকবে এখন থেকে ভালো করার।’ দেশের বাইরে ব্যাটসম্যান মমিনুলের রেকর্ডও একদম ভালো নয়। শুরুটা তাহলে তাঁকে দিয়েই হোক না।