উইন্ডোজে পা স্যামসংয়ের

SHARE

windows samsungএবার উইন্ডোজ অপারেটিং সিস্টমের দুনিয়ায় পা  রাখতে চলেছে স্যামসং৷ চলতি বছরের তারা উইন্ডোজ  স্মার্টফোন বাজারে আনছে৷ কোরীয় টাইমসের তরফে এক রিপোর্টে এ কথা জানান হয়েছে৷

রিপোর্টে জানান হয়েছে খুব গোপনে স্যামসং উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করছে তারা৷এতদিন কোরীয় এই স্মার্টফোন তৈরিকারী সংস্থাটি এতদিন মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত৷ রিপোর্ট সত্যি হলে এই প্রথম তারা উইন্ডোজ ফোনের জগতে প্রবেশ করবে৷

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিযোগিতার বাজারে স্যামসং বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল৷প্রতিযোগিতার বাজারে চমক দিতে তাদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ তবে কবে নাগাদ তাদের নয়া ফোনটি বাজারে আসবে তা নিয়ে  নিদিষ্ট করে স্যামসংয়ের তরফে কিছু জানান হয়নি৷