কাশ্মীরে বিধ্বস্ত ভারতীয় সামরিক বাহিনীর হেলিকপ্টার

SHARE

জম্মু-কাশ্মীরে ভারতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার জম্মুর রিয়াসি এলাকায় ওই হেলিকপ্টার ভেঙে পড়ে। কপ্টারে দু’জন পাইলট ছিলেন। তারা নিরাপদে রয়েছেন বলে জানা যায়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই ঘটনা ঘটে। তবে কপ্টারের দুই চালক অক্ষত অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাবাহিনীর সদস্যরা।

‘চিতা’ গোত্রের ওই কপ্টারটি প্রথম ১৯৭৬ সালে ভারতীয় বিমান সেনারা ব্যবহার করে। এর আগেও কাশ্মীরে এমন কপ্টার দুর্ঘটনা ঘটেছে। গত বছর ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের বদগামে ভেঙে পড়ে এমআই-১৭ শ্রেণির একটি কপ্টার। ওই ঘটনায় ছয় সেনা সদস্যসহ সাত জনের মৃত্যু হয়।