গির্জায় পদদলিত হয়ে নিহত ২০

SHARE

তানজানিয়ার উত্তরাঞ্চলে একটি গির্জার মাঠে উপাসনার সময় পদদলিত হয়ে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১২ জন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কিলিমাঞ্জারো পর্বতমালার পাদদেশের মোশি শহরের একটি মাঠে শনিবার সন্ধ্যায় শত শত ব্যক্তি জড়ো হন। সে সময় ‘আশীর্বাদযুক্ত তেলে’র ওপর দিয়ে আগে হাঁটতে তারা হুড়াহুড়ি করেন। এতে ওই দুর্ঘটনা ঘটে।

মোশি জেলা কমিশনার কিপি ওয়ারিওবা বলেন, প্রার্থনাকারীরা আশির্বাদযুক্ত তেল আগে নিতে হুড়াহুড়ির সময় তারা পদদলিত হয়।

কর্তৃপক্ষের আশঙ্কা, বিপুল পরিমাণ মানুষ জড়ো হওয়ার পাশাপাশি ঘটনার সময় সেখানে অন্ধকার থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র : আল-জাজিরা, রয়টার্স