কাউকে ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারি না : র‌্যাব ডিজি

SHARE

ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, কাউকে ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারি না।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ভোটারদের কম উপস্থিতির বিষয়ে জানতে চাইলে র‌্যাব ডিজি বলেন, আমি মনে করি, ভোটারদের বেশি বেশি ভোটকেন্দ্রে আসা উচিত। তবে কেউ যদি মনে করেন, ভোট না দিয়ে অন্য কাজ করবেন, তাহলে কাউকেতো আর ভোটকেন্দ্রে আসতে বাধ্য করতে পারিনা। ভোটারদের নিরাপত্তার সঙ্গে ভোট নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বেনজীর আহমেদ বলেন, আমি ভোটকেন্দ্রের বুথে বুথে গিয়ে খোঁজ নিয়েছি, সেখানে সব দলের এজেন্ট পেয়েছি। এভাবে ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্ট করে বলেন, কোন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের অফিসার সেখানে নিজ দায়িত্বে এজেন্টদের বসিয়ে দিয়ে আসবেন, প্রয়োজনে তাদেরকে গার্ড দেবেন।

সাংবাদিকের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি কিছুক্ষণ আগে আমি শুনেছি। আমাদের রেসপন্সিবল পার্সনরা এটা নিয়ে কাজ করছে।

দু’একটা বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, আমরা তৎপর রয়েছি, প্রয়োজনে আমাদের ফোর্স আরো কয়েকগুণ বাড়াতে পারবো।