একেবারে ৩ টেস্টের জন্য দল দেবে বিসিবি

SHARE

চলতি মাসে ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান যাবে টাইগাররা। এরপর দেশে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে একটি টেস্ট ম্যাচ এবং তারপরে আরেকটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তান যাবে মুমিনুল হকরা। এজন্য একেবারে তিন টেস্টের জন্য দল দেবে নির্বাচকরা। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এ ব্যাপারে গতকাল শুক্রবার গণমাধ্যমকে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, “আগামী (২ ফেব্রুয়ারী) রবিবার দল ঘোষণা করা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেব।”

পাকিস্তানের বিপক্ষে দল গঠন প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তানের কন্ডিশন বেশ কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামে পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।”