আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিং ৩ ফরমেটেই শীর্ষে সাকিব

SHARE

sakib27টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংকেও শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ইতিহাসের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের আসন সাকিবের দখলে।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তথ্য অনুযায়ী, ৪০৩ পয়েন্ট নিয়ে সাকিব পেছনে ফেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। হাফিজের রেটিং পয়েন্ট ৩৯৭। এরপরেই রয়েছে দুই শ্রীলঙ্কান অ্যাঞ্জেলে ম্যাথুস ও দিলশান। ম্যাথিউসের রেটিং ৩৯৫। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানির শহীদ আফ্রিদি।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলার কারণে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে বসেই বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনকে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার ও অলরাউন্ডার হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।