মক ভোটের মাধ্যমে আজ ইভিএম ব্যবহার শেখাবে ইসি

SHARE

এবার ঢাকার দুই সিটি নির্বাচনের পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ জন্য ঢাকার ভোটারদের আজ বৃহস্পতিবার মেশিনটির ব্যবহার শেখাবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে মক ভোটিংয়ের আয়োজন করা হয়েছে।

মক ভোটিং কার্যক্রম দেখতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে যাবেন।

এ বিষয়ে ইসির ইভিএম প্রকল্পের অপারেশন প্ল্যানিং অ্যান্ড কমিউনিকেশন অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুই সিটির সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক ভোট (মক ভোট) অনুষ্ঠিত হবে।